নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দত্তপাড়া গ্রাম থেকে শনিবার বিকেলে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী বাহিনী প্রধান রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রুবেল দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পশ্চিম দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশের দাবি, দত্তপাড়ার সেলিম হত্যাসহ আট মামলার আসামী রুবেলকে গ্রেফতার করতে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি করে। এতে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বিশ্বাস, কনষ্টেবল মঈন হোসেন ও আনসার সিপাহী নজরুল ইসলাম আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে রুবেলসহ সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্ম্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধেও এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশী পিস্তলসহ রুবেলকে গ্রেফতার করা হয়।
0Share