লক্ষ্মীপুর : প্রজনন মৌসুমে লক্ষ্মীপুরের মেঘানায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ১০ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজুচৌধুরীরহাট এলাকা থেকে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে কারেন্টজাল জব্দ করে।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ বলেন, রাতে মেঘনা নদীতে কারন্টে জাল দিয়ে স্থানীয় জেলেরা মাছ ধরছিলো। খরব পেয়ে নদীতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে দ্রুত পালিয়ে য়ায়। এ সময় নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রোববার থেকে ১৫ অক্টোবর ১১ দিন ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। যে কারণে মেঘনা নদীতে সব ধরনের মাছধরা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় কেউ আইন ভঙ্গ করলে জেল-জরিমানার বিধান রয়েছে।
0Share