‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকালে লক্ষ্মীপরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪ উপলক্ষে সেমিনার ও বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্যানিটেশন টাস্কফোর্স ও বেসরকারী সংস্থা র্ডপ এর আয়োজনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ়্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সকলের জন্য পানিও স্যানিটেশন অধিকার’ বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্নসচিব শামস্ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, র্ডপ’র চেয়ারম্যান আজ্হার আলী তালুকদার। এ সময় জেলার সার্বিক স্যানিটেশন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, লক্ষ¥ীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শাহাদাত হোসাইন, র্ডপ গবেষক মোহাম্মদ যোবায়ের হাসান ।
0Share