নিজস্ব প্রতিনিধি : মা-মনি হেলথ সিষ্টেমস্ স্ট্রেংদেনিং প্রকল্পের উদ্যোগে লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস
মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন।
বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র ম্যানেজার তপন কুমার ব্রক্ষ্ম, এডভাইজার এডভোকেসি মিডিয়া বেলাল উদ্দিন, ডেপুটি ম্যানেজার মানিরুল ইসলাম, জেলা সমন্বয়কারী ইয়াসমিন আক্তার ও প্রেজেন্টার ফয়সাল কবির প্রমুখ।
প্রসঙ্গত, মা-মনি হেলথ সিষ্টেমস্ স্ট্রেংদেনিং প্রকল্প লক্ষ্মীপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করছে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
0Share