চন্দ্রগঞ্জ প্রতিনিধি: বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত সুদের হার কমানোর দাবীতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চত্তরে
চন্দ্রগঞ্জ থানা ব্যবসায়ী ঐক্য ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ব্যবসায়ী ঐক্য ফোরামের আহ্বায়ক এম ছাবির আহম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো ১৭% থেকে ১৮% হারে সুদ নেয়ার কারণে আমরা ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে পড়েছি। তিনি বলেন, বিভিন্ন সার্ভিস চার্জের নামে ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফা আদায় করছে।
সম্প্রতি অর্থ মন্ত্রাণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত ওয়ান ডিজিটে অর্থাৎ ১০% এর নীচে সুদের হার নামিয়ে আনার প্রস্তাবকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি এসইউএ সেলিম, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, ঠিকাদার ও ব্যবসায়ী সামছু উদ্দিন পাটোয়ারী, জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন আজাদ , চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন প্রমূখ।
0Share