লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের জকসিন উত্তর বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে এক মহিলাসহ ৮ জন আহত হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ পারভিন আক্তারকে লক্ষ্মীপুর সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এলজি, ২৫টি কার্তুজ, দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জকসিন উত্তর বাজারে একটি জমি নিয়ে সদর উপজেলার বাঙ্গাঁখা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেনের সাথে স্থানীয় ছিদ্দিক উল্যার সাথে বিরোধ চলে আসছে। ঘটনার সময় একদল সন্ত্রাসী ওই জমি দখলের চেষ্টা চালায়। প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ ঘটনার জন্য আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ও ছিদ্দিক মিয়া একে-অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার এসআই সোহাগ রানা বলেন, সংঘর্ষের পর ঘনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এলজি, ২৫টি কার্তুজ, দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে জকসিন বাজারে পুলিশ অবস্থান করছে।
0Share