লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মো. কামাল হোসেন (৪৮) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬ টার দিকে লক্ষ্মীপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশা
চালক কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কামাল রিকশা নিয়ে প্রধান ডাকঘরের সামনে পৌঁছলে ঘাতক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



0Share