লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শুভসংঘের উদ্যোগে শনিবার কালের কন্ঠ’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ভোধন ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রায়পুর
প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।এতে বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়। পরে প্রেসক্লাবে গুণী শিক্ষক হিসেবে লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছফি উল্যা খানকে সম্মাননা দেয়া হয়। তাঁকে উপহার হিসেবে সম্মননা স্মারক ও চাদর তুলে দেন শুভসংঘের বন্ধু ও অনুষ্ঠানের অতিথিরা।
স্থানীয় শুভসংঘের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মুন্সি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মন্জুর কাদের, রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুতাওহিদ, সাধারন সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, ডায়বেটিক সমিতির মেডিকেল অফিসার ডা: হুমায়ুন কবির শান্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান মো: ইউছুফ, টিউলিপ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান তুহিন চৌধুরী, প্রজম্ম ৭১’র সম্বনয়ক মামুনুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক কামাল উদ্দিন ও কালের কন্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস।
অনুষ্ঠানে শুভসংঘের ওয়াহিদুজ্জামান মুরাদ, আরিফ হোসেন,সমীর কর্মকার,নূর আলম,দেলোয়ার হোসেন, হাবিুর রহমান, এম আর সুমন, ফারুক বেপারী, আলী আজগর, রাকিব পাটোয়ারী, পীরজাদা সোহরাব হোসেন, শাহজাহান মাসুদ, কবির হোসেন ও মাহবুবুর রহমান রিজবীসহ বিপুল সংখ্যক বন্ধু উপস্থিত ছিলেন।
0Share