লক্ষ্মীপুর: সদর উপজেলার প্রবাসী হারুনুর রশীদ গত ১৫ দিন ধরে লিবিয়ার রাজধানী ত্রিপলীতে নিখোঁজ রয়েছেন।
সহকর্মীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো তার কোনো সন্ধান পাননি। সহকর্মীরা ধারণা করছেন হারুন
আইএস জঙ্গীদের হাতে অপহৃত হয়ে থাকতে পারে। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। হারুনুর রশীদ সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের (১নং ওয়ার্ড) খিদিরপুর গ্রামের ছফিউল্যা বেপারীর ছেলে।
এ ব্যাপারে হারুনুর রশীদের ভগ্নিপতি তাজুল ইসলাম জানায়, বিগত দুই বছর আগে তার শ্যালক হারুন ঋণ করে কাজের জন্য লিবিয়া যান। তিনি লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি কোম্পানিতে চাকরি করতেন। চাকরির পাশাপাশি হারুন অবসর সময়ে ফেরি করে টিস্যু পেপার বিক্রি করতেন। খবর পেয়েছি কিন্তু গত ১ মার্চ দুপুরে হারুন কর্মস্থল থেকে বাসায় ফিরেন। দুপুরের খাবার খাওয়ার পর বিকেল ৩টায় বাসা থেকে টিস্যু পেপার বিক্রির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।
বাসা থেকে বের হবার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ও ভিসা লাগানো পাসপোর্টটিও সঙ্গে নেননি। তার পাসপোর্ট নং-১৪২৮৭৭৮।
এদিকে, ছেলের নিখোঁজ সংবাদ পেয়ে তার বাবা ছফিউল্যা ও বৃদ্ধ মা আনোয়ারা বেগম বার বার মুর্ছা যাচ্ছেন।
তারা তাদের ছেলেকে আইএসের হাত থেকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সহেল জানান, হারুন লিবিয়া নিখোঁজ হয়েছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কী ব্যবস্থা নেয়া যায় তা দেখা হচ্ছে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক একেএম টিপু সুলতান জানান, বিষয়টি নিয়ে হারুনের পরিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা চাইতে পারেন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
0Share