নিজস্ব প্রতিনিধি: মিয়ানমারের তিন নাগরিকের ভূয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পাসপোর্টের আবেদনে সহযোগীতা করার অভিযোগে মাহবুবুর রহমান নামে ইউনিয়ন পরিষদের এক সচিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিএসবি)। এসময় সৈয়দ আহমেদ নামে মিয়ানমারের এক নাগরিককেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাহবুবুরর রহমান সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব ও একই উপজেলার লাহারকান্দি গ্রামের ছমর উদ্দিন ভূইঁয়া বাড়ির সেকান্দর মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমানসহ একটি সিন্ডিকেট মিয়ানমারের নাগরিকদেরকে ভূয়া কাজগপত্র তৈরি করে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে লক্ষ্মীপুর পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই ইউপি সচিব মাহবুবুর রহমান ও মিয়ানমারের নাগরিক সৈয়দ আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় মিয়ানমারের নাগরিক অপর দুই মহিলা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতারকৃত মাহবুব মিয়ানমারের নাগরিক সৈয়দ আহমদ, শরীফা খাতুন ও মাজেদা বেগমকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের ভূয়া ঠিকানা জন্ম সনদ তৈরি করে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসর্পোট কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) এসআই জাহাঙ্গীর আলম জানান, এঘটনায় তিনি বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0Share