বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অধীন সামাজিক মর্যাদাপূর্ণ পদধারী বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর প্রকাশক ও সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭ (১) (ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট সমাজকর্মী হিসেবে জাকির হোসেন (আজাদ ভূঁইয়া) কে মনোনয়ন করা হয়েছে।
তিনি এক সঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য (লক্ষ্মীপুর প্রতিনিধি) ও জেলা সমাজ কল্যাণ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী তিন বছর তিনি এ পদে থাকবেন।
জাকির হোসেন ভূঁইয়া আজাদ লক্ষ্মীপুর জেলা শহরের ঐতিহ্যবাহী রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির মরহুম তাহের আহম্মেদ ভূঁইয়ার ছেলে এবং মরহুম রেহান উদ্দিন ভূঁইয়ার নাতি।
926Share