রায়পুর:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুতের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রায়পুর বিদ্যুৎ গ্রাহক ঐক্যপরিষদের ডাকা এ হরতালে সকাল থেকেই বিদ্যুতের দাবিতে স্থানীয় জনতা রাস্তায় মিছিল বের করে। পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেয় তারা। সকালে মিছিল বের করে জনগণ রায়পুর পল্লী বিদ্যুতের জিএম-এর অপসারণ দাবি করেন। এর আগে মঙ্গলবার স্থানীয় জনতা বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও ভাঙচুর করে। রায়পুর বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাকির হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে রায়পুর শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিবার জানানো হলেও সমস্যা সমাধানের জন্য তারা কোন উদ্যোগ নেয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে হরতাল সমর্থনকারীদের রাস্তায় দেখা যায়নি। তবে বৃষ্টির আগে কিছু সংখ্যক হরতাল সমর্থনকারীরা একটি মিছিল বের করে। তবে রায়পুর বাস টার্মিনাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস ছেড়ে গেছে। অভ্যন্তরীণ রুটেও কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। স্কুল কলেজ খোলা রয়েছে তবে উপসস্থিতি কম।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
0Share