মনোনয়ন কিনতে আসা প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড়ে সারা দিন সরগরম ছিল পুরো এলাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এ ধরনের দৃশ্য সচরাচর না গেলেও মনোনয়ন বিক্রির প্রথম দিনে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। পাঁচতলা ভবন নেতাকর্মীদের ভিড়ে ঠাসা। ধানের শীষ আর আন্দোলনের নানা স্লোগান। শোডাউন দিয়ে একটু পরপরই মনোনয়নপ্রত্যাশীরা আসছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ফরম কিনছেন তারা। পুলিশ সদস্যরাও দিনভর ছিলেন সতর্কাবস্থানে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যরা যান চলাচলে সহায়তা করেন।
নয়াপল্টনে বেলা পৌনে ১১টায় ছয়টি বুথে প্রথম দিনের মতো দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে বিএনপি। মনোনয়ন ফরম কিনতে লাগছে পাঁচ হাজার টাকা। আর জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা জামানত দিতে হবে।
দলীয় মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার সময় আরো দুইদিন বাড়িয়েছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের কথা জানান। রিজভী জানান, প্রথম দিনে তিনশ আসনের জন্য মোট ১৩‘শ ২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
লক্ষ্মীপুরের যে সকল সোমবার দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন-
লক্ষ্মীপুর-১ আসনে নাজিম উদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম চৌধুরী (হিরু চৌ:), মো: আবদুর রহিম, মো: সাহাব উদ্দিন
লক্ষ্মীপুর-২ আসনে কর্নেল (অব:) ড. আবদুল মজিদ, আবুল খায়ের ভূঞা, এডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ, শাহানারা বেগম
লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর-৪ আসনে শফীউল বারী বাবু, আবদুল মতিন চৌধুরী মনোনয়ন ফরম কিনেছেন।
0Share