লক্ষ্মীপুর ৪টি সংসদীয় আসনের সম্ভাব্য সকল প্রার্থী এবং বিভিন্ন দলের বেশির ভাগ নেতার এখন ঢাকায়। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টিসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা গত দুই সপ্তাহ ধরে প্রায় সব প্রার্থীই নিজ নিজ মনোনয়ন নিশ্চিত করতে তাদের দলের সিনিয়র নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। বিভিন্ন দল এবং জোট এখনো কোন প্রার্থীর নাম ঘোষনা না হওয়ায় বিভিন্ন প্রার্থীর অনুসারিরা এখন উৎকন্ঠায় রয়েছে।
প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করলেও দলীয় কোন্দল, প্রভাবশালী প্রার্থীদের কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়া, আগামী দিনে দলীয় পদ ও উপজেলা পৌর র্নিবাচনে নিজেদের প্রার্থিতা নিশ্চিত করার মতো বিভিন্ন কারণে ওই সকল প্রার্থীর অনুসারি ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতারাও ঢাকায় অবস্থান করছেন। ফলে বলতে গেলে এলাকা এখন রাজনৈতিক নেতায় শূন্য।
আ’লীগে লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হলেন, আ’লীগের কেন্দ্রিয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, এ্যাসেনসিয়াল ড্রাগ্সের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এহ্সানুল কবির জগলুল, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মোহাম্মদ আলী খোকন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সালাহ্ উদ্দিন টিপু, সুপ্রিমকোর্টের এডভোকেট সালাহ্ উদ্দিন রিগ্যান, ঢাকা উত্তর মহানগরীর আ’লীগ নেতা আবুল কাশেম ও লক্ষ্মীপুর জেলা জজকোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিনসহ ১৮জন নেতা ঢাকায় অবস্থান করছেন।
আ’লীগের কেন্দ্রিয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মনোনয়ন প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক স¤পাদক জাকির হোসেন ভূঁইয়া, ঢাকা কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ, খালেদা জিয়ার সাবেক প্রধান নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) এম এ মজিদ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির একাংশের আহ্বায়ক শহীদুল ইসলাম হিরু চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া টিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর এলাহী ও বিএনপি নেতা শাহেনা আক্তার নিলু ঢাকায় অবস্থান করছেন।
এ আসনে আবুল খায়েরের মনোনয়ন প্রায় নিশ্চিত ।
জাতীয়পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয়াপার্টির সভাপতি ও সাবেক সাংসদ প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা মোহাম্মদ নোমান ও দলের কেন্দ্রিয় নেতা শেখ ফায়েজ উল্যাহ শিপন ঢাকায় অবস্থান করছেন। তবে জাতীয়পার্টির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, এ আসনে মোহাম্মদ নোমান মনোনয়ন প্রায় নিশ্চিত।
লক্ষ্মীপুর-১,
লক্ষ্মীপুর-৩,
লক্ষ্মীপুর-৪
0Share