একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে বেশ আগেভাগেই ৩০০ আসনের প্রার্থী তালিকা করেছে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী এই দলটি। বড় কিছু না ঘটলে সাংগঠনিকভাবে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল ইসলামী আন্দোলন এককভাবেই সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে। ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে বিশেষ করে সিটি করপোরেশনগুলোয় অংশ নিয়ে ভোটে চমক দেখিয়েছে।
পল্টনে দলীয় কার্যালয়ে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন চূড়ান্ত করেন।
ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের প্রার্থীগণ হলেন: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে রামগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-২(রায়পুর সদরের একাংশ) আসনে রায়পুর উপজেলা শাখার সহ-সভাপতি মাস্টার শাহজাহান পাটওয়ারী, লক্ষ্মীপুর-৩ আসনে লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন (অব:) মো: ইব্রাহিম, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ।
এ দলের প্রার্থীরা হাত পাখা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন।
0Share