২০২১ সালের ২১ জুন তারিখে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ইতিহাস থেকে জানা যায়,
১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে বিগত সময়ে বাংলাদেশে ১০টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচন থেকে নির্দিষ্ট জেলার আসনে লক্ষ্মীপুর জেলা প্রার্থী প্রদান শুরু করে। ১৯৯১ সালের অনুষ্ঠিত নির্বাচন থেকে বাংলাদেশের পরবর্তী নির্বাচনগুলো প্রধান দুদলের মধ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। যে কারণে ৫ম নির্বাচন থেকে পরের সংসদ নির্বাচন গুলো ছিল বেশি আমেজপূর্ণ।
১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন হিসেবে ২৭৫ নং আসনটি বরাদ্ধ হয়। সে থেকে আজোও একই ভাবে এ আসনে সংসদ নির্বাচন হয়ে আসছে। এ আসনে ১৯৮৬ সালের তৃতীয় এবং ১৯৮৮ সালের ৪র্থ সংসদ নির্বাচনে জয়লাভ করে জাতীয়পার্টি। পরে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। তবে ১৯৯৬ সালের উপনির্বাচনে জয়লাভ করে আওয়ামীলীগ। ২০১৪ সালে এ আসনে কোন ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বীতায় জাতীয়পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়।
সুতরাং দেখা যাচ্ছে এ আসনটি সৃষ্টি থেকে জাতীয়পার্টি এবং বিএনপির ভোট দখলে বেশির ভাগ সময় থাকলেও আওয়ামীলীগ মাত্র একবার উপনির্বাচনে জয়লাভ করে। । আগামি নির্বাচনে আসনটি কার দখলে যায় সেটা দেখার বিষয়।
এবার লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য এবং তথ্যগ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি এর সৌজন্যে এ আসনের বিগত নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখে নেয়া যাক:
লক্ষ্মীপুর-২, আসন নং- ২৭৫, রায়পুর উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিন হামছাদী, দালাল বাজার , চর রুহিতা , পার্বতী নগর, শাকচর, টুমচর, চর রমনীমহোন এবং বশিকপুর ইউনিয়ন।
নির্বাচন | সময় | মোট ভোটার | পুরুষ ভোটার | নারী ভোটার | ভোট কেন্দ্র্র |
উপ নির্বাচন | ২০২১ |
৪০২৯৬৩
|
২০৪৬৬৪
|
১৯৮২৯৯
|
১৩৬ |
একাদশ সংসদ | ২০১৮ |
৩৭২২৭৩ |
১৮৭১২৯ |
১৮৫১৪৪ |
১০৮ |
বিগত নির্বাচনের ফলাফল-
সংসদ ও সময় | মোট ভোটার | প্রার্থী | প্রতীক
|
দল
|
মোট প্রাপ্ত ভোট | কেন্দ্র |
১০ম, ২০১৪ | মোঃ নোমান
বিনা প্রতিদ্বন্ধীতায় |
লাঙল | জাতীয়পার্টি | |||
৯ম, ২০০৮ | ২৭৬৬২৮ | আবুল খায়ের ভূইঁয়া -বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ১২৯৯৯৫ | ১০৮ |
হারুনুর রশিদ | আওয়ামীলীগ | নৌকা | ৫১৭৩২ | |||
৮ম, ২০০১ | খালেদা জিয়া-বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ১২৩৫২৬ | ||
হারুনুর রশিদ | আওয়ামীলীগ | নৌকা | ৪৪৯৭৪ | |||
৭ম, ১৯৯৬ | খালেদা জিয়া-বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ৫৯০৫৪ | ||
তোজাম্মেল হোসেন চৌধুরী
নিকটতম প্রার্থী |
আওয়ামীলীগ | নৌকা | ২৬৯৩৭ | |||
৫ম,১৯৯১ | মোহাম্মদ উল্লাহ-বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ৩৮৫৯৯ | ||
এমএ জব্বার | জামাতে ইসলামী | দাঁড়িঁপাল্লা | ৩০০৯৭ | |||
চর্তুথ, ১৯৮৮ | অধ্যাপক চৌধুরী খুরশিদ আলম | জাতীয় পার্টি | ||||
৩য়, ১৯৮৬ | অধ্যাপক চৌধুরী খুরশিদ আলম | জাতীয় পার্টি |
আরো পড়ুন:
বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসন
0Share