একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে আওয়ামী লীগ ও বিএনপি জোটের মধ্যেই মূল ভোট যুদ্ধ হবে। শুক্রবার সকাল ও বিকেলে আওয়ামীলীগ এবং বিএনপি জোটের লক্ষ্মীপর-২, লক্ষ্মীপর-৩ এবং লক্ষ্মীপুর-৪ আসনের চুড়ান্ত প্রার্থী ঘোষণার পর এ তথ্য জানা গেছে।
যদিও এর আগে এ ৪ আসনের জন্য ১৮টি রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। যাদের মধ্যে ৪০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ৪০ জনের মধ্যে মূল ভোট যুদ্ধ অংশগ্রহনকারী ৮ জন হলেন…
লক্ষ্মীপুর-১
নৌকা প্রতীকে আওয়ামীলীগ জোটের তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান, ধানের শীষ প্রতীকে এলডিপির শাহাদাত হোসেন সেলিম।
লক্ষ্মীপুর-২
লাঙল প্রতীকে আওয়ামীলীগ জোটের জাতীয় পার্টির মোঃ নোমান , ধানের শীষ প্রতীকে বিএনপির আবুল খায়ের ভূইঁয়া।
লক্ষ্মীপুর-৩
নৌকা প্রতীকে আওয়ামীলীগের একেএম শাহজাহান কামাল, ধানের শীষ প্রতীকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
লক্ষ্মীপুর-৪
নৌকা প্রতীকে বিকল্প ধারার মেজর (অব:) আবদুল মান্নান, ধানের শীষ প্রতীকে জেএসডির আ স ম আবদুর রব।
0Share