ইলিশের বাড়ি চাঁদপুরে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী মেঘনার মোহনায় এ মিলনমেলার আয়োজন করে উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর (নফল)। জানা গেছে, স্বেচ্ছাসেবীদের একত্রিত করা এবং বার্ষিক বনভোজনের জন্য এ মিলনমেলার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাঞ্চলের ১৭টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে অনেকে স্বপরিবারে অংশ নিয়েছেন। এসময় খেলাধূলা, গল্প-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও ভোজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের সভাপতি এম সামছুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার লিটনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাম্মদ নুরুল আমিন, এনএসআই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজিজুল হক, উপপরিচালক আরমান হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস আবদুল মান্নান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নফলের সাধারণ সম্পাদক আবুল হাসান ফারুক, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য নাজমুল করিম টিপু, তৌহিদুল ইসলাম রিয়াজ, সাইফুল ইসলাম মিন্টু, তানজিমুল ইসলাম উজ্জ্বল, জিএ সাজু, শেখ মাজহার উদ্দিন মামুন, সৈয়দ নুর হোসেন ফাহাদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
0Share