গানের মাধ্যমে দেশ বিদেশে লক্ষ্মীপুর জেলার পরিচিতি তুলে ধরার লক্ষ্যে “সে জন বাহাদুর” শিরোনামে একটি গানের ভিডিও চিত্র নির্মাণের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন পত্রিকা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
লক্ষ্মীপুর সরকারি কলেজেরে সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহির উদ্দিন, নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজু আহমেদ, শিল্পী ফোরামের পরিচালক ড্যানি চৌধুরী শাকিক প্রমুখ।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সূত্রে জানা যায়, নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে লক্ষ্মীপুরের পরিচিতি ভিন্ন ভাবে উপস্থাপনের জন্য বিগ বাজেটের এ গানটি প্রযোজনা করছে, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। ইতোমধ্যে রেকর্ডিং শেষ হয়েছে। এখন চিত্র গ্রহন। চলতি সপ্তাহ থেকে জেলার বিভিন্ন স্থানে সূটিং শুরু হবে।
গানের চিত্রায়নে অংশ নেয়ার জন্য নৃত্য শিল্পীর বাছাই শেষ হয়েছে। এ গানের নৃত্যাংশে জেলার প্রায় ৫০ জন নৃত্য শিল্পী অংশ নিবেন। নৃত্য পরিচালনা করবেন, জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার বিজয়ী লতিকা নিত্যালয়ের নৃত্য পরিচালক শুভ দাস।
গানটি লিখেছেন, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক ও ইংরেজী দৈনিক দ্যা বিজনেস স্ট্যার্ন্ডাডের লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু , বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শাহাব উদ্দিন মজুমদারের সংগীত নির্দেশনায় সুর করেছেন, বাংলাদেশ টেলিভিশনের ভিডিও সম্পাদক আলা উদ্দিন সাজু। গানটির বিভিন্ন চিত্রে আরো প্রায় দেড়শতাধিক শিল্পী এবং কলাকৌশলী অংশ নেবে বলে জানা গেছে।
প্রযোজকদের পক্ষ থেকে গানের কন্ঠ শিল্পীর নাম আপাতত গোপন রাখা হয়েছে। জানা যায় এর আগে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সার্বিক তত্ত্বাবধায়ন ও সানা উল্লাহ সানুর সম্পাদনায় ৬২৪ পৃষ্ঠায় লক্ষ্মীপুর জেলার ইতিহাস গ্রন্থ ’’লক্ষ্মীপুর ডায়েরি ’’ প্রকাশিত হয়।
0Share