তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুরে থানা পুলিশ সোমবার রাতে রাখালিয়া বাজার থেকে ট্রেডমার্ক নকল করে বাজারজাত কারার অভিযোগে ৯শ ৩৬ বস্তা লবন উদ্ধার করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানার সেনেরচর গ্রামের আবুল হাসেমের ছেলে চট্রগ্রামের ব্যবসায়ী জনি লবনের এজেন্ট মোঃ আনোয়ার হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, চট্রগ্রামের পটিয়া থেকে উৎপাদিত জনি লবনের এজেন্ট। সে হিসেবে তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর, ও চাঁদপরু অঞ্চলে এ লবন তা লোকদের মাধ্যমে বাজারজাত করে আসছিলেন। কিন্তু লক্ষ্মীপুরের দালাল বাজারের জসিম উদ্দিন নামে মিথ্যা এজেন্ট পরিচয় দিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে এ লবন এনে বাজারজাত করছেন বলে দাবি করেন। রাত ৮টার সময় রাখালিয়া বাজারে এ লবন বাজারজাত কারর সময় তার লোকজন ৯শ ৩৬(মুল্য ২০ হাজার টাকা) বস্তা লবন আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আটককৃত লবন উদ্ধার করে থঅনায় নিয়ে আসে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আরেক দাবিদার দালাল বাজারের ব্যবসায়ী এ লবনের এজেন্ট জসিম উদ্দিনকে পাওয়া যায়নি। তবে তার লোকজন বলেছেন, কাগজপত্রের জন্য তিনি ঢাকায় রয়েছেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তফা বলেন, রাখালিয়া বাজারে এ লবন নিয়ে দাবিদার দুই এজেন্টের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। পুলিশ যাওয়ার আগেই তারা উভয়ে সটকে পড়ে। পরে লবনগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কেউ তাদের দাবির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি।
0Share