লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রবাস ফেরত ১৩ জন কোয়ারেন্টাইনে থাকলেও ৫৯৬ জনের খোঁজ নেই। তাদের সন্ধানে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা গ্রামের বসত ঘরে উপস্থিত হয়েও সন্ধান করতে পারছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বুধবার(১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত মতবিনিময় করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুলময় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনতাসিন জাহান,থানার ওসি মোঃ আনোয়ার হোসেন,আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রৌশন জামিল।
মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন বলেন,গত ১০ দিনে রামগঞ্জ উপজেলাতে ৬০৯ জন প্রবাস ফেতর উপস্থিত হয়েছে। ডাঃ গুলময় পোদ্ধার বলেন,কারো জ্বর,সর্দি,কাশি ও শ্বাস কণ্ঠ হলে হাসপাতালের সামনে স্থাপিত ফ্লু কর্নারে উপস্থিত হয়ে হয়ে ডাক্তার দেখাবে।
অসুস্থ রোগীদের জন্য হাসপাতালে ২০ শয্যার আইসোলেসেন প্রস্তুত করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনতাসিন জাহান বলেন,করোনা ভাইরাসের মহামারি থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রবাস ফেরত এমনকি দেশে আক্রান্তরা কোয়ারেন্টিনে না থাকলে ১৮৬০ সালের দুইটি ধারা মোবাইল কোর্ট পরিচালনা করার বিধান রয়েছে। প্রবাস ফেরতদের সন্ধানে পৌর মেয়র,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,স্বাস্থ্য কর্মী,গ্রাম পুলিশসহ সুশীল সমাজদের দিয়ে কমিটি গঠন করেছি।
0Share