লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হলেন ছায়েম হোছাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ছায়েম রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
এরআগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। সায়েম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। মাস্টার্স সমাপ্ত করা ছায়েমের স্কুলজীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেঘড়ি। জানতে চাইলে ছায়েম হোছাইন বলেন, আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা বুদ্ধিমত্তা দিয়ে আমি পালন করবো।
অতীতে আমি সব আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। আগামী দিনেও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুফল ও ইতিবাচক প্রচারণা আমি জনগনের কাছে তুলে ধরবো।
37Share