মিসু সাহা নিক্কন, রামগতি :রামগতি উপজেলার মেঘনার নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, মৎস দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল ও ১টি নৌকা জব্দ করেন। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রামগতির মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন মওসুমে নিষিদ্ধ সময়ে সরকারের প্রদক্ষেপ সফলভাবে বাস্তবায়নে এবং মা ইলিশ ধরা বন্ধ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রবিউল হাসান ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আবদুল মান্নান নদীতে অভিযান চালান। এসময় মেঘনার বুক থেকে ৩ হাজার মিটার জাল ও ১টি নৌকা জব্দ করা হয়।
পরে, সেন্টারঘাট এলাকায় জব্দকৃত জালগুলোকে প্রকাশ্যে অগ্নি সংযোগ করে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্নরূপে নিষিদ্ধ করেছে, তাই সরকারের প্রদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযান কালে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
0Share