নিজস্ব প্রতিনিধি: রামগতির মেঘনা নদীতে কয়লা বোঝাই বিউটি অব ভাগ্যকূল নামে একটি কার্গো জাহাজে হানা দেয় জলদস্যুরা। এসময় জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও সুকানী জসিমকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে দস্যুরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ১১টায় রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত দুই জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও জাহাজ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে কয়লা বোঝাই কর্গো জাহাজ বিউটি অব ভাগ্যকুল চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে জাহাজটি রামগতি ও হাতিয়ার সীমান্তবর্তী এলাকায় টাংকির বাজার এলাকায় পৌঁছলে জলদস্যুরা হানা দেয়। এ সময় জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও সুকানী জসিম উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জলদস্যুরা। এরপর থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে তারা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত দুই নাবিককে উদ্ধারের চেষ্টা ও জলদস্যুদের গ্রেফতারে অভিযান চলছে।
0Share