মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৬টায় শহীদ মীনারে উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় আ স ম আবদুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কসরত ডিসপ্লে প্রদর্শন করে।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন রামগতির কমান্ডার ও বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম আরিচুল হক, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন প্রমূখ। এ দিবস উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
0Share