মিসু সাহা নিক্কন: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডরপ্ এর আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় একটি বর্নাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে, বর্নাঢ্য র্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপিএস- মনিটরিং ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সাবরিনা নাজিয়া হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আবদুস সাত্তার বেগ, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগাম অফিসার ওয়াহিদুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক মো: সালাউদ্দিন, ধারনা পত্র পাঠ করেন ডরপ্ স্কুল মোবিলাইজার গুলশান সুলতানা। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেণীর ছাত্রী নুহিন খাদিজাতুন আলম প্রমূখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী কর্মী, এনজিও কর্মী সহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহনকারীদের মাঝে বিএনপিএস এর পক্ষ থেকে স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়।
0Share