লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় নিহত ব্যক্তির ছেলে আব্দুল মুকিত সোহেল (৪০) গুরুত্বর আহত হন। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার চর আলগী ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটকদের মধ্যে মোঃ হোসেনের ছেলে জমির উদ্দিন, অহিদুর রহমানের ছেলে আবদুল আলী, মাহফুজুল হকের ছেলে নুর উদ্দিন, মন্তাজুল হকের ছেলে দুলাল, মজিবুল হকের ছেলে মিলন, আলীম উল্লাহর ছেলে জাকির হোসেন, নুরুল ইসলামের ছেলে জমির, আবদুর রশিদের ছেলে নোমান, বারেক মিয়ার ছেলে আরমান।
নিহতের অপর ছেলে আবুল হাসনাত শওকত জানান, রামদয়াল বাজারের উত্তর পাশে আমাদের একখন্ড জমিতে স্থানীয় সন্ত্রাসী জাবেদ আমিন রাসেল অস্ত্র-শস্ত্রসহ ও লোকজন নিয়ে মাটি ভরাট করতে যায়। এ সময় আমার বাবা ও ভাই বাধা দেয়। তখন তাদের হামলায় আমার বাবার মৃত্যু হয় ও ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জাবেদ আমিন রাসেল লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের ভাগিনা এবং চর রমিজ ইউনিয়ন যুবলীগের আহবায়ক। ঘটনার পর থেকে রাসেল পলাতক রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এ সময় আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর বিষয় নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
0Share