মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নাহিদ (১১) ও মো: সুমন (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামের মুজাহিরিগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: নাহিদ ওই এলাকার মো: ইব্রাহিমের ছেলে ও রঘুনাথপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এবং মো: সুমন ওই এলাকার মৃত মীর সেলিমের ছেলে ও রঘুনাথপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই। ঘরের টিনের চালা পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা।
স্থানীয় সুত্রে জানা গেছে, মো: নাহিদ নিজেদের বসত ঘরের চালে পরিস্কার করার জন্য তাদের বসত ঘরের উপরে ঊঠে, চালের সাথে লেগে থাকা বিদ্যুতের তার বে-খেয়ালীখাবে বিদ্যুৎ স্পর্শে আক্রান্ত হলে মো: সুমন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এতে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা দেন।
বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই স্কুল শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
0Share