এসএসসি এবং দাখিল পরীক্ষায় ২০১৯ সালে রামগতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩৬ জন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা প্রদান করে ঢাকাস্থ রামগতি উপজেলার সর্ব বৃহৎ সামাজিক, শিক্ষা ও ছাত্র সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)।
রামগতি উপজেলার প্রাণকেন্দ্র আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিগণ অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত র্শিক্ষার্থীদের ক্রেস্ট এবং গিফট প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন আজাদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) সূচিত্র রঞ্জন দাস, রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন এবং রামগতি পৌর ৭নং ওয়ার্ড কমিশনার মোঃ দিদারুল ইসলাম খন্দকার।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রামগতি উপজেলার শিক্ষানুরাগী বিশিষ্টজন, অভিভাবকবৃন্দ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসসিডি’র প্রতিষ্ঠাতা সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান ইবনে আব্দুল কাইউম।
অনুষ্ঠানে আরএসসিডি ২০১৯-২০ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন আরএসসিডি’র সদ্য সাবেক সভাপতি ডাঃ মিনহাজুল আবেদিন। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি এ বি এম সাজ্জাদ হোসাইন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
0Share