লক্ষ্মীপুরের রামগতিতে সারাদেশে চলমান ব্যাধী জঙ্গীবাদ, খুন, সন্ত্রাস, ধর্ষণ, মাদক ও ইভটিজিংসহ সকল অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে সচেতনতামূলক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে পৌর আলেকজান্ডার বাজার রহমানিয়া মসজিদের সামনে প্রধান সড়কে রামগতি গণ উন্নয়ন গ্রন্থাগারের আয়োজনে ওই পথসভা অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা ওই সচেতনতামূলক পথসভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ, আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক ব্যবস্থাপক মো: আবদুল্যাহ, মডেল সরকারী প্রাথমিকের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, গ্রন্থাগারের সমন্বয়কারী ও সাধারন সম্পাদক মো: নাছিম উদ্দিন প্রমূখ।
উক্ত পথসভায় আ স ম আবদুর রব সরকারী কলেজ এবং সরকারী হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। এসময় বক্তারা সমাজের এই মড়কের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধের শপথ নেয় এবং যেকোন গুজবকে না বলে।
0Share