লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মোমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো: সোয়াইব হোসেন খন্দকার। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা ।
সভায় ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” শীর্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলার কয়েকজন সমবায়ী বক্তব্য রাখেন। এবছর জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ১ম স্থান অধিকারী চর হাসান হোসেন মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। এসময় উপজেলার সফল সমবায়ী হিসেবে ২জন ও অতিথিবৃন্ধকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও রচনা প্রতিযোগীতায় অংশকারীদের মধ্যে বিজয়ী ৮জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
0Share