লক্ষ্মীপুরের রামগতিতে স্বচ্ছতা, দায়িত্ববোধ, অংশগ্রহণের মাধ্যমে স্কুলের ওয়াশ খাতের সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ্ এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা।
জাতীয় এবং স্থানীয় পর্যায়ে প্রকল্পের কৌশল সংযোগ ধারনা প্রদান করেন প্রোগ্রাম কো অর্ডিনেটর ডা: তারেক আলম।
সভায় সঞ্চালনা করেন ডরপ্ স্কুল মোবিলাইজার গুলশান সুলতানা। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে তুলে ধরেন চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মালিহা এবং ঐক্যমত গঠন বিষয়ে বক্তব্য দেন সমন্বিত পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি আজিজুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্রী, নারী কর্মী, এনজিও কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুলের পানি, স্যানিটেশন ও হাইজিন পরিস্থিতি উন্নয়ন এবং ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি বিষয়ে সবাই একমত হয়ে স্বাক্ষর প্রদান করেন।
0Share