লক্ষ্মীপুরের রামগতিতে পানি, স্যানিটেশন ও হাইজিন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক জনগণের চাহিদা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়র (ডরপ)’র সহযোগিতায় ও পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি আজিজুল ইসলাম। ডরপ’র উপজেলা সমন্বয়কারী আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, নারী কর্মী, এনজিও কর্মী, পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
সভায় পিছিয়ে পড়া মানুষের স্যানিটেশন কাভারেজ, সুপেয় পানির কাভারেজ বৃদ্ধি, জলাবদ্ধতা রোধে খাল খনন, পানি দূষণ রোধ, বেদে, হিজরা, ভাসমান জেলে, গুচ্ছগ্রামের পিছয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন নিশ্চিতসহ পুনর্বাসনের বিষয়গুলো নিয়ে ওয়াশ বাজেট ও গণশুনানী অনুষ্ঠিত হয়।
0Share