লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘূর্ণিঝড় মোবাবেলায় বে-সরকারি সংন্থা বিটা আয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার চরগাজী ইউনিয়নের দশদাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাঠান।
চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নাছির উদ্দিন সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিডিএমসি’র স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ প্রমুখ।
দাতা স্ংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও বে-সরকারি সংন্থা বিটা আয়োজিত ঘূর্ণিঝড় মাঠ মহড়ার মাধ্যমে উপকূলীয় মানুষকে ঘূর্ণিঝড় সম্পর্কে জানান দিতে বিভিন্ন ধরনের চিত্র ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি তুলে ধরা হয়।
বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহিম সভায় বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ওই ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ার আয়োজন করা হয়েছে। এলাকা ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৬০০জন স্বেচ্ছাসেবক উপকূলীয় অঞ্চলের প্রবীনদের দুর্যোগকালীন সময়ে ও তার পূর্বে সেবা এবং সহযোগিতা করে আসছে।
0Share