লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অধীনে মহিষের বাথান মালিক ও উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফল ভোগীদের মাঝে হাঁস-মুরগী, ভেড়া, প্রাণিখাদ্য, ঔষধ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সুফলভোগীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আইয়ুব মিঞা, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।
প্রাণিসম্পদ দপ্তরাধীন মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ৩০ জন মহিষ খামারিকে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনপ্রাপ্তদের প্রত্যেককে ৫ কেজি ভিটামিন, ২২ টি করে কৃমির ট্যাবলেট, ১ টি মহিষের বাথান মালিককে ৩০২ কেজি ভিটামিন ও ১৫০২ টি কৃমির ট্যাবলেট দেয়া হয়। প্রশিক্ষন বর্হি:ভূত ৬ জন খামারিকে ২ কেজি করে ভিটামিন প্রদান করা হয়।
এছাড়া ২০১৯-২০ অর্থ বছরে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭৫ জন সুফলভোগীকে প্রশিক্ষন দিয়ে প্রত্যেককে ২০ টি করে হাঁস ও ১টি হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়েছে। ৩৯০ জন সুফলভোগীর প্রত্যেককে ২০ টি করে মুরগী, ১টি শেড, ১৬০ দিনের খাদ্য, প্রয়োজনীয় ঔষধ ও টিকা বিতরণ করা হয়েছে। ২০০ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ৩টি করে ভেড়া, ৫৭.৬ কেজি খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মোট ১৩৭৫ জন সুফলভোগীকে প্রশিক্ষণ প্রদান করে উপকরণ বিতরণ করা হয়েছে।
আধুনিক প্রযুক্তিতে গরু হ্নষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৫০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে ২ কেজি ভিটামিন, ৬টি কৃমির ট্যাবলেট, ১টি মডিউল ও ১টি প্রাণি স্বাস্থ্যকার্ড ও টিকা প্রদান করা হয়েছে।
0Share