সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে প্রাণিসম্পদ দপ্তরের সুফলভোগীদের মাঝে উপকরণ ও ঔষধ বিতরণ

রামগতিতে প্রাণিসম্পদ দপ্তরের সুফলভোগীদের মাঝে উপকরণ ও ঔষধ বিতরণ

রামগতিতে প্রাণিসম্পদ দপ্তরের সুফলভোগীদের মাঝে উপকরণ ও ঔষধ বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অধীনে মহিষের বাথান মালিক ও উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফল ভোগীদের মাঝে হাঁস-মুরগী, ভেড়া, প্রাণিখাদ্য, ঔষধ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সুফলভোগীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আইয়ুব মিঞা, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।
প্রাণিসম্পদ দপ্তরাধীন মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ৩০ জন মহিষ খামারিকে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনপ্রাপ্তদের প্রত্যেককে ৫ কেজি ভিটামিন, ২২ টি করে কৃমির ট্যাবলেট, ১ টি মহিষের বাথান মালিককে ৩০২ কেজি ভিটামিন ও ১৫০২ টি কৃমির ট্যাবলেট দেয়া হয়। প্রশিক্ষন বর্হি:ভূত ৬ জন খামারিকে ২ কেজি করে ভিটামিন প্রদান করা হয়।
এছাড়া ২০১৯-২০ অর্থ বছরে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭৫ জন সুফলভোগীকে প্রশিক্ষন দিয়ে প্রত্যেককে ২০ টি করে হাঁস ও ১টি হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়েছে। ৩৯০ জন সুফলভোগীর প্রত্যেককে ২০ টি করে মুরগী, ১টি শেড, ১৬০ দিনের খাদ্য, প্রয়োজনীয় ঔষধ ও টিকা বিতরণ করা হয়েছে। ২০০ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ৩টি করে ভেড়া, ৫৭.৬ কেজি খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মোট ১৩৭৫ জন সুফলভোগীকে প্রশিক্ষণ প্রদান করে উপকরণ বিতরণ করা হয়েছে।
আধুনিক প্রযুক্তিতে গরু হ্নষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৫০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে ২ কেজি ভিটামিন, ৬টি কৃমির ট্যাবলেট, ১টি মডিউল ও ১টি প্রাণি স্বাস্থ্যকার্ড ও টিকা প্রদান করা হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মা ইলিশ রক্ষায় রামগতিতে জনসচেতনতামূলক সভা

ব্রিজ রক্ষার্থে জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে পাউবো

রামগতিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করলেন আশরাফ উদ্দিন নিজান

রামগতিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com