রামগতি প্রতিনিধি:রামগতি উপজেলায় ১৫ হাজার ৯শ ৩৭ জন জেলেদের মাঝে পরিচয় পত্র প্রদান উপলক্ষ্যে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্প মৎস্য অধিদপ্তরের অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ওই অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ ছোবহান, উপজেলা প্রকৌশলী জি এম কামাল, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি রেজাউল হক মাঝী প্রমূখ। সভাশেষে প্রধান অতিথি জেলেদের মাঝে পরিচয় পত্র প্রদান করেন।
0Share