মিসু সাহা নিক্কন, রামগতি: সনাতন ধর্মে বিশ্বাসীরা শ্রী শ্রী সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বা বানী অর্চনা বলে মনে করেন তাই শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ মাকে বরণ ও মায়ের পূজায়
পুষ্প অঞ্জলীর নেওয়ার জন্য একত্রিত হয়েছেন। এরই সাথে সাথে সবার কন্ঠে উচ্চারিত ধ্বনি হয়ে ওঠে যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।
রোববার পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের বন্দনায় সারাদেশের ন্যায় রামগতিতেও শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হয়েছে।
রামগতি উপজেলায় গোপাল জিউর আশ্রম, গৌর-নিতাই আশ্রম, রাধা কৃষ্ণ মন্দির, রামগতি বি.বি.কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, রামগতি আহমদিয়া কলেজ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব-সমাজের উদ্যোগে প্রতিটি পাড়ায় পাড়ায় ব্যাপক প্রস্তুতিতে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা।
0Share