রামগতি প্রতিনিধি: রামগতি উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর আয়োজনে সিপিপি স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৪দিন ব্যাপি প্রশিক্ষন উদ্ভোধন করা হয়েছে। সোমবার রামগতি
বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।
সিপিপি’র ইউনিয়ন টিম লিডার মীর খবির উদ্দিন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি আহমদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদা জাহান চৌধূরী, সিপিপি’র উপ-পরিচালক (নোয়াখালী) মো: শরাফাত হোসেন খান, সিপিপি’র সহকারী পরিচালক (কন্ট্রোল রুম,ঢাকা) মেসবাহ উদ্দিন, সিপিপি’র সহকারী পরিচালক মো: আলমগীর, সিপিপি’র সহকারী পরিচালক আবদুল লতিফ, সিপিপি’র থানা টিম লিডার মাঈন উদ্দিন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কোস্টগার্ড ও নৌ-ফাঁড়ির পুলিশে কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা তাদের বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) প্রশিক্ষণের মাধ্যমে সিপিপি’র উপজেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দরা সঠিক প্রশিক্ষন গ্রহণ করে ঘূর্ণিঝড়ের মত সকল প্রকৃতিক দুর্যোগে মহান ভূমিকা পালন করবে। ইউনিয়ন টিম লিডার মীর খবির উদ্দিন মিয়ার ঘূর্ণিঝড় চলাকালীন বিগত সময়ের সঠিক কার্যক্রমের সাধুবাদ জানান এবং আগামী দুর্যোগকালীন সময়ে ওনার কার্যক্রম বহাল থাকবে বলেও সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য- ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) আয়োজিত স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন (মৌলিক, প্রাথমিক চিকিৎসা, অণুসন্ধান ও উদ্ধার) প্রশিক্ষণটি ১৬-১৯ ফেব্র“য়ারি পর্যন্ত ৪দিন ব্যাপি চলবে এবং সনদপত্র বিতরনের মধ্য দিয়ে ওই কর্মসূচীর সমাপ্তি হবে।
0Share