নিজস্ব প্রতিনিধি : রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে মো. ইস্রাফিল হোসেন সজিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে আহত যুবকের তার মৃত্যু হয়। এর আগে সকাল ৮ দিকে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সজিব চর পোড়াগাছা গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন ও স্থানীয়দের কাছ থেকে জানা য়ায়, ওই ইউনিয়নের সরকারি বেড়ি বাঁধের ওপর দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে বাছেত ও জামালের দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ই¯্রাফিল হোসেন সজিবকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি; বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share