স্টাফ করেসপন্ডেন্ট | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর লক্ষ্মীপুর শাখা নিয়ন্ত্রিত তোরাবগঞ্জ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১২টায় কমলনগরের তোরাবগঞ্জ বাজারের নূর ছায়েরা মার্কেটের নিচ তলায় এজেন্ট ব্যাংকিং শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন প্রধান অতিথি কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের মিয়া।
ব্যাংক চত্বরে আয়োজিত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ইউসিবি) ব্যাংকের এর তোরাবগঞ্জ শাখার এজেন্ট মীর শিব্বির আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর লক্ষ্মীপুর শাখার অপারেশন ম্যানেজার মো: জুনায়েদ।
মানিক হোসেন জুয়েল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, (ইউসিবি) ব্যাংকের লক্ষ্মীপুর শাখার এক্সিকিউটিভ অফিসার মো: রুহুল আমীন, রিলেশনশিপ অফিসার আবু বকর সিদ্দিকী, রিলেশনশিপ অফিসার মুন্নাফ আহমেদ, তোরাবগঞ্জ বাজারের ব্যবসায়ী আজিজুল হক ফারুক, এনামুল হক রাজু, আব্দুল বাতেন ভূইয়া, মোঃ সুমন, সমাজসেবক সোলাইমান, ছাত্রনেতা জাফর আহমেদ ভূইয়াসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী, শিক্ষকসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত শেষে ফিতা কেঁটে আউটলেট এর উদ্বোধন করেন আমন্ত্রিত মেহমান বৃন্দু।
96Share