নিজস্ব প্রতিনিধি: কমলনগরে বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও ভাষা সৈনিক সানা উল্লাহ নূরীর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম।
কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাছান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক ও সাংবাদিক সানা উল্লাহ সানু। এ সময় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নূরীর একান্ত সহচর হাজী আবদুর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শামছুদ্দোহা খোকন, কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন জুয়েল, সহ সভাপতি ছাইফুল্লাহ হেলাল, সহ সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, সাংবাদিক মিজানুর রশিদ।
প্রসঙ্গত, বরেণ্য সাংবাদিক,সাহিত্যিক ও ভাষা সৈনিক সানা উল্লাহ নূরী ১৯৮২ একুশে পদকে ভুষিত হন। তিনি ২০০১ সালের ১৬ জুন ইন্তেকাল করেন। ১৯২৮ সালের ২৮ মে লক্ষ্মীপুর জেলার সাবেক রামগতি (বর্তমান কমলনগর) উপজেলার চর ফলকন গ্রামে তাঁর জন্ম।
0Share