নিজস্ব প্রতিনিধিঃ আমি রায়পুর ও লক্ষ্মীপুরবাসির কল্যাণে কাজ করতে চাই। এ জেলার নিজস্ব উৎপাদিত নারিকেল, সুপারি, সয়াবিনসহ কৃষিজ পণ্য প্রক্রিয়া করণ বিষয়ে কাজ করার ইচ্ছা আছে আমার পরিবারের। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর ফ্রেন্ডস চাইনিজ রেষ্টুরেন্টে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ সব কথা বলেন, কুয়েতের প্রিন্সখ্যাত ও কুয়েত ভিত্তিক ব্যবসায়ী গ্রুপ “ “মারাফি কাওয়াতিয়া” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শাহিদুল ইসলাম পাপুল। এ প্রতিষ্ঠানের অধিন প্রায় ১২ হাজার লোক কাজ করে। তিনি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কাজী বাড়ীর কাজী নুরুল ইসলামের ছেলে।
সাংবাদিক জিল্লুর রহমানের উপস্থাপনায় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে লক্ষ্মীপুর ও রায়পুরের প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিকসহ রায়পুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় জনাব পাপুল আরো বলেন, তবে সবার আগে আমি রায়পুরের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য কাজ শুরু করতে চাই। রায়পুরে ছেলেমেয়েদের আধুনিক শিক্ষার জন্য এখানে আর্ন্তজাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করতে চাই।
লক্ষ্মীপুরের সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশা পোষণ করে তিনি এ জেলায় একটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করার তাগিদ দেন। এ সময় তিনি উক্ত ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ও ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লক্ষ্মীপুরে নারিকেল সুপারি আর সয়াবিন সংরক্ষণে প্রয়োজনীয় শিল্প স্থাপন করবো।
বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট সাজ্জাদুর রহমানের প্রশ্নের জবাবে এ জেলায় একটি কমিউনিটি রেডিও স্থাপনের আগ্রহ প্রকাশ করে এর নাম ঘোষণা করেন “রেডিও নোয়াখালী”।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সানা উল্লাহ সানুর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসা ও রাজনীতি মানুষের কল্যানেই। আমি রাজনীতি করবো কিনা তা ভবিষ্যতে বলা যাবে কিন্তু আমার মেয়ে মারওয়া শাহিদ লক্ষ্মীপুরের রাজনীতির সাথে যুক্ত হবে এমন নিশ্চয়তা দেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমি রাজনীতি করলেও রাজনীতি থেকে কিছু নিবো না। বরং মানুষের কল্যানে ব্যয় করবো।
কুয়েতের প্রিন্সখ্যাত ও কুয়েত ভিত্তিক ব্যবসায়ী গ্রুপ “ “মারাফি কাওয়াতিয়া” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শাহিদুল ইসলাম পাপুলের প্রতিষ্ঠানে প্রায় ৩১ দেশের ১২ হাজার লোক কাজ করে। তিনি বাংলাদেশে এনআরবিসি কর্মাশিয়াল ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। এ ব্যবসায়ী গ্রুপের অধিনে কুয়েত ও বাংলাদেশে প্রায় ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
0Share