লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদক: বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ যুদ্ধে চালক ও যাত্রীর আসনে দেশের ১৭ কোটি মানুষ। এরা প্রতিনিয়তই দেশ কে এগিয়ে নিচ্ছে। তবে এ কোটি নাগরিকের মধ্যে বয়সে আন্ডার থার্টিদের কাজের গতি ও মূল্যায়ন অন্যদের কাছে যেন আলাদাই। কারণ সকল অসাধ্য সাধনের কারিগর মূলত এরাই। ইতিবাচক অর্জনসহ দেশের সব সেক্টরেই রয়েছে তাদের অবদান।
লক্ষ্মীপুর জেলার এরকম সতেরো লক্ষ্মীতরুণ যারা বাংলাদেশ এমন কি বিশ্ব কে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে অহর্নিশ। তারা দেশে-বিদেশে লক্ষ্মীপুর জেলার মুখ উজ্জ্বল করছেন। লক্ষ্মীপুরের এমন ১৭ অগ্রগামী তরুণ আর নব প্রজন্ম কে উৎসাহ দিতে শুক্রবার ( ৫ মে) সকালে “সতেরোর শক্তি সতেরোর সম্ভাবনা” শ্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এ অনুষ্ঠানটির আয়োজনের নেপথ্যে রয়েছে লক্ষ্মীপুর ভিত্তিক তরুণদের সেচ্ছাসেবি সংগঠন “অক্সিজেন”। অনুষ্ঠানটির প্রধান পরিকল্পনায় রয়েছেন, “অক্সিজেন” এর প্রধানকর্তা ও যমুনা টেলিভিশনের বার্তা কক্ষের সম্পাদক ও আরেক মেধাবী তরুণ জিয়া চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জজ, পুুুলিশের বড় কর্মকর্তা, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী, তারকাসহ লক্ষ্মীপুরের ১৭ সংবর্ধিত তরুণ হচ্ছেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস প্রভাষক নাজনীন সুলতানা, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুর রাজ্জাক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহকারী মোহাম্মদ নাছের উদ্দিন, ভোলা জেলা জজ আদালতের সহকারী জজ জাকির হোসাইন, ফেনী জেলা জজ আদালতের সহকারী জজ ও কবি আরাফাত বিন আবি তাহির, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার ইমরুল ইসলাম, যুক্তরাষ্ট্র সরকার ঘোষিত প্রভাবশালী তরুণ জি এম মনঞ্জুরুল করিম,ভিয়েলাটেক্স গ্রুপের ব্যবসা প্রযুক্তি বিভাগের প্রধান মাসুম ইকবাল, ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি বাংলার কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো “মীরাক্কেল” এর জনপ্রিয় তারকা এমদাদুল হক হৃদয়, জনপ্রিয় ফুটবলার ফেনী সকার ক্লাবের সাবেক অধিনায়ক আকবর হোসেন রিদন, এমআইএসটি রোবোটিক্স ক্লাবের সভাপতি, নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইউসুফ মিলন।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ ১৭ তারুণ্য কে সংবর্ধিত করবেন, লক্ষ্মীপুরসহ দেশের গুণী ব্যক্তিবর্গ।
লক্ষ্মীপুর ভিত্তিক সেচ্ছাসেবি সংগঠন “অক্সিজেন” এর প্রধানকর্তা ও যমুনা টেলিভিশনের বার্তা কক্ষের সম্পাদক মেধাবী তরুণ জিয়া চৌধুরী বলেন, যারা দেশে-বিদেশে জেলার মুখকে উজ্জ্বল করেছেন আমরা সকলে মিলেই তাদের সংবর্ধণা জানাতে চাই, উদ্বুদ্ধ করতে চাই আগামীর পথচলায়। তাদের জেলাবাসি ভাই ও বন্ধু হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
প্রসঙ্গত গত বছরের জুন মাসে এ সংগঠনের উদ্যোগে “প্রথম লক্ষ্মীতারুণ্য সংবর্ধনা” অনুষ্ঠানে জেলার এ রকম ১২ তারুণ্য কে সংবর্ধণা প্রদান করা হয়। সে তালিকায় ছিলেন, দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইউসুফ কামাল, ডিএমপির সহকারী কমিশনার অহিদুজ্জামান নূর, দুদকের সহকারী পরিচালক পলিন, মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান রিমেল, ক্লোজআপ ওয়ান তারকা ইদ্রিস আনোয়ার পরাণ, তরুণ সংগীত শিল্পী ফাহিম কামাল চৌধুরী, আইটি উদ্যোক্তা ইয়াসিন মুহাম্মদ নূর, তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী সাদমান রহমান ধ্রুব ও সংগঠক কামরুল হাসান।
0Share