নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরঃ দেশে-বিদেশের বিভিন্ন পেশায় স্বীয়গুনে লক্ষ্মীপুর জেলার মুখ উজ্জ্বল করে “লক্ষ্মীতারুণ্য” সম্মানে ভূষিত হলেন লক্ষ্মীপুরের ১৭ জন সম্মানিত উদ্যমী যাদের বয়সের কোটা অনুর্ধ্ব ৩০। এ উপলক্ষ্যে শুক্রবার ( ৫ মে) সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। “সতেরোর শক্তি সতেরোর সম্ভাবনা” শ্লোগান নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করেছে, লক্ষ্মীপুর ভিত্তিক তরুণদের সেচ্ছাসেবি সংগঠন “অক্সিজেন”।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, “তরুণ প্রজন্মের নেতৃত্বে লক্ষ্মীপুর সামনের দিকে আরো এগিয়ে যাবে। তবে আমাদের জেলার তরুণরা মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে। তাই লক্ষ্মীপুরে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ধরণের সুশিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা যেতে পারে।”
দ্বিতীয় লক্ষ্মীতারুণ্য সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল pic.twitter.com/OfrPEcweKi
— lakshmipur24.com (@lakshmipur24) May 5, 2017
এ সময় অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মনির পাটোয়ারী, ঢাকাস্থা লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি ও শিল্পপতি ফরিদ আহমেদ ভূইয়া, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. রাশেদা আখতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার টুটুল চক্রবর্তী, জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, গাজী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মাহমুদ কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মঞ্জুরে আলম, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম পলাশ, চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ জহির উদ্দিন, কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ফাহিম, পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আনোয়ার হোসাইন রিংকু, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার অহিদুজ্জামান নূর জয়, লক্ষ্মীপুরে তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাজনীন জাহান, ক্লোজআপ ওয়ান তারকা ইদ্রিস আনোয়ার পরাণ প্রমুখ।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেন, স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের বার্তা কক্ষের অন্যতম সম্পাদক জিয়া চৌধুরী।
অনুষ্ঠানে যাদের কে “লক্ষ্মীতারুণ্য” নামে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস প্রভাষকনাজনীন সুলতানা, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুর রাজ্জাক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহকারী মোহাম্মদ নাছের উদ্দিন, ভোলা জেলা জজ আদালতের সহকারী জজ জাকির হোসাইন, ফেনী জেলা জজ আদালতের সহকারী জজ ও কবি আরাফাত বিন আবি তাহির, নোয়াখালীর সহকারী পুলিশ সুপারকাজী মো.তারেক আজিজ, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার ইমরুল ইসলাম, যুক্তরাষ্ট্র সরকার ঘোষিত প্রভাবশালী তরুণ জি এম মনঞ্জুরুল করিম,ভিয়েলাটেক্স গ্রুপের ব্যবসা প্রযুক্তি বিভাগের প্রধান মাসুম ইকবাল, ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি বাংলার কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো “মীরাক্কেল” এর জনপ্রিয় তারকা এমদাদুল হক হৃদয়, জনপ্রিয় ফুটবলার ফেনী সকার ক্লাবের সাবেক অধিনায়ক আকবর হোসেন রিদন, এমআইএসটি রোবোটিক্স ক্লাবের সভাপতি, নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইউসুফ মিলন।
এ সময় ঢাকাস্থ লক্ষ্মীপুরের বিশিষ্টজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ প্রায় ৩শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়াম কে যেন মনে হচ্ছিল এক খন্ড লক্ষ্মীপুর।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন গনমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
0Share