রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন, জনাব রবের একান্ত সচিব সাইফুল ইসলাম।
এদিকে সোমবার বাদ আসর রবের জন্মস্থান লক্ষ্মীপুরের আলেকজান্ডার বাজার জামে মসজিদে আ স ম আবদুর রবের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, বুকে ব্যথা নিয়ে তিনি শনিবার(২২ জুন) হাসপাতালে ভর্তি হন।
বুকে ব্যথা অনুভব করায় পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে ই সি জি তে গুরুতর ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিক ডাক্তার মোমিনুজ্জামান সাহেবের পরামর্শেএবং তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয় এবং হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ওনার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে এবং দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।
এদিকে সোমাবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে জনাব আ স ম আবদুর রবকে দেখতে যান জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, গণফোরাম এর নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নাজমুল হক প্রধান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এমএ গোফরান, মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বেগম তানিয়া রব।
0Share