করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ আগষ্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন ।
আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে। তার চাচা নুরুল ইসলাম ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, তাকে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আফিয়া বারী এতিমখানার পাশে এশার নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে বলে।
সহকর্মীরা জানান, গত ২৫ জুলাই আব্দুস শহীদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ জুলাই তাকে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
আব্দুস শহীদের সাংবাদিকতার শুরু গত শতকের আশির দশকে। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছিলেন। ইসলামিক টেলিভিশনের বার্তা বিভাগেও তিনি কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা শহীদ ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ছিলেন।
0Share