একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের অন্যসব অঞ্চলের মতো লক্ষ্মীপুরেরও আছে গৌরবজনক ইতিহাস। তবে, দুঃখজনক হলেও সত্য উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো অনেকের অজানা, এমনকি অনেকক্ষেত্রে বিভ্রান্তিও আছে।
রবিবার (১৫ মে) রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত লক্ষ্মীপুরের বিভিন্ন পেশার তরুণদের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আমেনা বেগম বিপিএম। জেলার ইতিহাসবিদ, লেখক ও সাংবাদিকদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তুলের ধরার জন্যও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম আরো বলেন
“যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের কথাও তুলে আনবেন, প্রয়োজন হলে যারা বিরোধিতা করেছিল তাদেরও চিহ্নিত করবেন। আমরা চাই সঠিক সত্যটা যেন উঠে আসে, সবাই যেন এই উপকূলীয় অঞ্চলের স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা জানতে পারে, পরবর্তী প্রজন্মও উৎসাহিত হতে পারে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার বাবা মোজাম্মেল হকের চট্টগ্রাম অঞ্চলে মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের কথা স্মৃতিচারণ করেন। ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুরের তরুণদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’র আয়োজনে আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী, ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক শামছুল আমীন, চলচ্চিত্র ও নাট্যপরিচালক অরণ্য আনোয়ার, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ফজলে রেজা সুমন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, রাজবাড়ীর সহকারী জজ এমদাদুল হক, সহকারী জজ (সুপারিশপ্রাপ্ত) আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা আইনজীবী সমিতির কোষধক্ষ্য অ্যাডভোকেট নূর হোসেন, জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, এনটিভির উপস্থাপক রাইসুল হক চৌধুরী, উপস্থাপিকা ফারজানা জহির পমি, কাদের অ্যাসেসিয়টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, মেজর কামরুল হাসান অপু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও ইশিখনডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম আকবরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দেশে-বিদেশে লক্ষ্মীপুরের তরুণদের সাফল্যের গল্প তুলে ধরেন। একই সাথে জেলার তরুণদের মাদক থেকে দূরে রাখতে স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
0Share