নিজস্ব প্রতিনিধিঃ উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সাথে সরাসরি ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস উদ্বোধন হবে ২৭ জানুয়ারি শনিবার। এ দিন বিকেল ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট থেকে নতুন এ সেবাটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। এ সময় বিইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। বিমান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঞাঁ লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ রুটে চলাচলকারি লঞ্চের বিস্তারিত তথ্য ও সময় সূচি তিনি জানাতে পারেনি।
লক্ষ্মীপুর টু ঢাকা বা ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিসের খবর পেতে এ লিংকে ক্লিক করুন লক্ষ্মীপুরটোয়েন্টিফোর জানার সাথে আপনি জেনে যাবেন সে খবর।
0Share