নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সাথে নৌ-পথে বা লঞ্চ সার্ভিসে রাজধানী ঢাকায় যাতায়াতের সরাসরি কোন পথ নেই বলেই আমরা অনেকে জানি। সে কারণেই ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিসের জন্য আমরা অস্থির। কিন্তু আমাদের অনেকের জানা নেই যে এখনো লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ সহজেই ঢাকায় যাতায়াত করতে পারেন লক্ষ্মীপুর থেকেই। লক্ষ্মীপুরটোয়েন্টিফোর তার পাঠকদের জন্য তেমন একটি রুটের সন্ধান দিচ্ছে এ প্রতিবেদনে।
নৌ পথে ঢাকা লক্ষ্মীপুর যাতায়াতের জন্য আপনি যা করবেন:
লক্ষ্মীপুর জেলা সদর থেকে রায়পুরগামী যে কোন যানবাহনে এসে রায়পুর বাসাবাড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে সিএনজি অথবা রিক্সায় যোগে রায়পুর হায়দরগঞ্জ বাজার। হায়দরগঞ্জ বাজার থেকে রিক্সায় চরভৈরবী লঞ্চঘাট। এটি চাঁদপুরের হাইমচর উপজেলাধীন একটি লঞ্চঘাট যেটির অবস্থান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সীমানাধীন। এ রুটে তাকওয়া, বোগদাদিয়া, আবে জমজম নামের ৩টি লঞ্চের ১০টি সার্ভিস আছে।
চরভৈরবী থেকে ঢাকার উদ্দেশ্যে তাকওয়া লঞ্চ ছাড়ার সময় সূচী:
চরভৈরবী থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে সকাল ৭-২০ মিনিটে। এটি ঢাকায় পৌঁছায় বিকাল আড়াইটার দিকে। একই স্টেশন থেকে সন্ধ্যা ৭-২০ মিনিটে লঞ্চ যায় ঢাকার উদ্দেশ্যে। এটি ঢাকায় পৌঁছায় ভোর ৪টার দিকে।
ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে চরভৈরবীর উদ্দেশ্যে তাকওয়া লঞ্চ ছাড়ার সময় সূচী:
ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে চরভৈরবীর উদ্দেশ্যে প্রতিদিন দু’টো লঞ্চ আসে। প্রথম লঞ্চটি ছাড়ে সকাল ৯-১৫ মিনিটে। এটি চরভৈরবী ঘাটে এসে পৌঁছায় বেলা আড়াইটার দিকে। দ্বিতীয় লঞ্চটি ছাড়ে রাতে ১১-৩০ মিনিটে। এটি চরভৈরবী এসে চৌঁছায় ভোর ৫টায়।
চরভৈরবী-ঢারা রুটে লঞ্চ ভাড়া সাধারণ ডেক ১৬০ টাকা, নিচতলার চেয়ার ১৬০টাকা, তৃতীয় তলায় সৌখিন চেয়ার (শীতাতপ নিয়ন্ত্রিত) ২৫০ টাকা, ডাবল কেবিন ৯০০ টাকা এবং সিঙ্গেল কেবিন ৫০০ টাকা। চরভৈরবী থেকে চাঁদপুর ভাড়া ৫০ টাকা। লক্ষ্মীপুর, রামগতি, কমলনগরসহ এই অঞ্চলের মানুষের জন্য এটি আরামদায়ক ও বিলাসবহুল নৌরুট।
এই রুটে চলাচলকারী লঞ্চগুলো হচ্ছে তাকওয়া, বোগদাদিয়া, আবে জমজম।
তাকওয়া লঞ্চের কেবিন বুকিংসহ অন্যান্য যোগাযোগের জন্য নাম্বার দু’টি আবুল হাশেম, সুপারভাইজার ০১৭১৫৭৪২৭২৮, সোহেল রানা, কেবিন ইনচার্জ ০১৭৯৭৪০৪৫১৯
জমজম লঞ্চের কেবিন বুকিংসহ অন্যান্য যোগাযোগের জন্য নাম্বার ০১৭১৭-২৩৭৪২৪
আরো পড়ুন: চাঁদপুর-ঢাকা-চাঁদপুর লঞ্চের সময় সূচী:
লক্ষ্মীপুর টু ঢাকা লঞ্চ সার্ভিস উদ্বোধন আপাতত স্থগিত
লক্ষ্মীপুর টু ঢাকা লঞ্চ সার্ভিস উদ্বোধন ২৭ জানুয়ারি
0Share