নিজস্ব প্রতিনিধি: ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবী জানিয়ে লক্ষ্মীপুরে মানবন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদ।মানববন্ধন শেষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ান, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর নৌ-বন্ধর চাই আন্দোলনের আহবায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাষ্টার, জেলা কৃষক লীগের আহবায়ক হিজবুল বাহার রানা,আরিফুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কোন অদৃশ্য শক্তির ফলে নির্ধারিত তারিখ দিয়েও ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু হয়নি। তারা ঢাকা যাওয়ার এ দ্বিতীয় রুটটি দ্রুত চালু করার আহবান জানান। এর আগে বিগত কয়েক যাবত ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদ বিভিন্ন ব্যানার, লিপলেট বিতরণসহ সামাজিক মাধ্যমে জনমত গঠন করে আসছে।
0Share